abcmediabd.info এই ব্লগটি আমার প্রথম ওয়েবসাইট। যেটা আমি অনেক মন করে শুরু করেছি। আমার উদ্দেশ্য আমার এই ওয়েবসাইট থেকে আপনার ফ্রিল্যান্সিং, অনলাইন টেকনোলজি, ব্লগিং, গ্রাফিক্স ডিজাইন, কম্পিউটার & ল্যাপটপ, এন্ড্রয়েড স্মার্টফোন সহ নানা বিষয়ে জানতে পারবেন বা শিখতে পারবেন। আমি এই ওয়েবসাইটে আমার এক্রাপেরিয়েন্স এর উপর আর্টিকেল লিখবো।
এক কথায় বলতে পারেন আমি আপনাদের আর্টিকেলের মাধ্যমে শিখাবো। আকাশ সমান স্বপ্ন নিয়ে অনেক শিক্ষার্থী ফ্রিল্যান্সিং কাজ শিখতে এসে অসাধু ইনস্টিটিউট বা পেইড কোর্সের পাল্লায় পড়ে ফ্রিল্যান্সিং এ হতাশ হয়ে পড়ে। সেই সকল মানুষের পাশে থাকবে abcmediabd.info সেই সকল মানুষের যাএা শুভ হোক এবং আলোকিত হোক হাজারো মানুষের ফ্রিল্যান্সিং গড়ে ওটার স্বপ্ন।
0 Comments